রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৩৬

শেয়ার

জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, মামলা-বাণিজ্য করে না: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি এখন আর চলবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের কর্মীরা দেশের কোথাও চাঁদাবাজি, দখলবাজিতে নেই। আমাদের কর্মীরা হাটবাজার, জলমহাল, বালুমহাল দখলে ঝাঁপিয়ে পড়েননি। দেশের কোথাও আমাদের কেউ এসব করছেন না। আমাদের কর্মীরা মামলা ও গ্রেফতার বাণিজ্যে জড়িত নেই। তারা জানেন, এগুলো হারাম।’

শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘আমাদের সন্তানরা রাস্তায় নেমে ন্যায়বিচার চেয়েছে, তারা বৈষম্যহীন সমাজ চেয়েছে। এত রক্ত দিয়ে যারা আমাদের মুক্ত পরিবেশ দিয়েছে, তাদের স্বপ্নপূরণ করতে হবে। তারা পচা সমাজ চায় না। তারা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়। তাই পরস্পরকে সম্মান ও মর্যাদা দিয়ে বৈষম্যহীন, মানবিক দেশ গড়তে হবে। জামায়াতে ইসলামী সেই দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। রাজনীতিতে ধোঁকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে জনগণ ক্লান্ত-বিরক্ত। ধোঁকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয়।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছর অনেকেই ক্ষমতা দাপিয়ে বেরিয়েছেন। আমাদের ভিসা, টিকিট ছাড়া দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলা হতো। যারা এসব বলতেন, এখন তারাই ভিসা ও টিকিট ছাড়া দেশ ছেড়েছেন। আমরা বলি, ফিরে এসে দেখেন, দেশের কী করে গেছেন, বারোটা বাজিয়ে গেছেন।’

যারা খুন ও গুমে জড়িত, অগ্রাধিকার দিয়ে তাদের বিচার করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এটা প্রতিশোধ নেওয়ার জন্য নয়। এটা এ জন্য, যারা খুন করে, খুনি তাদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়। মানবসমাজকে কলঙ্কমুক্ত করার জন্যই এই বিচার করতেই হবে।’

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খান। জেলা জামায়াতের সেক্রেটারি মো. মোহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
banner close
banner close