সোমবার

৩ ফেব্রুয়ারি, ২০২৫
২১ মাঘ, ১৪৩১
৪ শা’বান, ১৪৪৬

নতুন মামলায় গ্রেফতার ও রিমান্ডে সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৪৮

শেয়ার

নতুন মামলায় গ্রেফতার ও রিমান্ডে সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টারা
ছবি: সংগৃহীত

নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানো ও রিমান্ডে নেয়া হচ্ছে আওয়ামী লীগ সরকার আমলের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও নেতা-কর্মীদের।

সোমবার সকালে আদালতে তাদের গ্রেফতার ও রিমান্ডের আবেদন জানায় পুলিশ। 

সোমবার রাজধানীর মিরপুর থানার দুটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়।

এরপর কদমতলী থানার মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বাড্ডা ও কদমতলী থানার দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাড্ডা থানার মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়।

এছাড়াও বাড্ডা থানার মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, একই থানার মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে।

কাফরুল থানার দুই মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হয়।

এছাড়াও রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, শ্রমিক লীগ নেতা গোলাম সারোয়ার পিন্টুর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।