রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

লন্ডনে পলাতক সাবেক আওয়ামী মন্ত্রীর হাত থেকে লিফলেট নিতে অস্বীকৃতি ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:০০

শেয়ার

লন্ডনে পলাতক সাবেক আওয়ামী মন্ত্রীর হাত থেকে লিফলেট নিতে অস্বীকৃতি ব্যবসায়ীদের
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অবস্থানরত পলাতক দুই সাবেক মন্ত্রীর মাধ্যমে লন্ডন থেকে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচার অভিযান শুরু করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তবে পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিট এলাকায় লিফলেট বিতরণ করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের অনাগ্রহের মুখে পড়েন সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও শফিকুর রহমান।

গত ২ ফেব্রুয়ারি লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দলটির নেতাকর্মীদের লিফলেট বিতরণের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুটি ভিডিওতে দেখা যায়, একটি সুইটস শপে সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এক ব্যবসায়ীর হাতে লিফলেট দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ব্যর্থ হয়ে বিরক্তি প্রকাশ করেন আব্দুর রহমান এবং দোকান থেকে বেরিয়ে যান।  

পরবর্তীতে দলবদ্ধভাবে তারা আরেকটি ক্যাফেতে প্রবেশ করলেও সেখানেও একই পরিস্থিতির মুখে পড়েন। কাউন্টারের ব্যবসায়ী সরে দাঁড়ালে অবশেষে লিফলেট গ্রহণ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার মঞ্জুরুল ইসলাম।  

ব্যবসায়ীদের অনাগ্রহের ফলে শেষ পর্যন্ত দলীয় নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে লিফলেট হাতে ফটোসেশনে অংশ নেন।  

যুক্তরাজ্য আওয়ামী লীগ আগামী ১৬ ফেব্রুয়ারি লন্ডনের আলতাব আলী পার্কে ‘ইউনূস হঠাও, দেশ বাঁচাও’ শিরোনামে এক সমাবেশের ডাক দিয়েছে।

banner close
banner close