
‘অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শতভাগ সমর্থন করি’, বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। সংস্কার সংস্কার খেলার নামে সময় নষ্ট না করে আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। নির্বাচন দিয়ে সকল বিতর্কের অবসান ঘটাতে হবে বর্তমান সরকারকে।’
নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটিয়ে নির্দিষ্ট রোডম্যাপ ঠিক করার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। ডা. হাফিজুর রহমানের সভাপতিত্বে জাসেদ কবির জুয়েল সমাবেশ সঞ্চালনা করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হেলাল বলেন, ‘বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করবেন না। বিএনপি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেছিল। আর আওয়ামী লীগ জনগনের ভোটাধিকার হরণ করে অবৈধ সরকার গঠনের মধ্য দিয়ে গেল ১৫ বছর সীমাহীন লুটপাটে দেশ দেওয়ালিত্বের দ্বারপ্রাপ্তে পৌঁছে গেছে।’
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা) বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম।
আরও পড়ুন: