রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতা ওহাব গ্রেফতার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৬

শেয়ার

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতা ওহাব গ্রেফতার
ছবি: সংগৃহীত

জয়বাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়ার তিনদিন পর সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দুইজনকে গ্রেফতার করেছে করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান।

বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মথুরাপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ সুপার মোরতোজা আলী খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে পৌর সদরেরর মথুরাপুর বটতলা এলাকার আনসার সরকারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভূক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেফতার করা হয়।

রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জংবাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতা-কর্মীরা।  

এ ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা করেন। মামলায় ৬৪ জন নামীয় ও দুই থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী তাকেসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছিলো। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওহাবসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

banner close
banner close