রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

অনির্বাচিত সরকার কখনই জনগণের সরকার না: ডা. তাহের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫০

আপডেট: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫২

শেয়ার

অনির্বাচিত সরকার কখনই জনগণের সরকার না: ডা. তাহের
ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের। ছবি: সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনা ও কতিপয় সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ তাহের।

তিরি বলেন, “ন্যায়সঙ্গত যতটুকু সময় প্রয়োজন এর মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না।”

বুধবার  সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহিদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাহের বলেন, “জনগণের সঠিক নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি আসবে, তারাই রাষ্ট্র পরিচালনা হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনও নিরাপদ সরকার না। এজন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্ব করার প্রচেষ্টা দেশবিরোধী।”

এ সময়ে নির্বাচন অনুষ্ঠানে সময়ক্ষেপণকে ৫ আগস্টের চেতনাবিরোধী তৎপরতা আখ্যায়িত করে বলেন, “জাতি কখনোই এটা গ্রহণ করবে না।”

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া,  মো. আবদুস সাত্তারসহ অন্যরা।

banner close
banner close