
সুস্থতার জন্য দেশে ফিরতে খালেদা জিয়ার কিছুদিন বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার যুক্তরাজ্যের লন্ডনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. জাহিদ বলেন, ‘বেগম জিয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় মানসিকভাবে সুস্থ আছেন। শারীরিকভাবেও তিনি ভালো আছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশের সবধরনের খোঁজখবর রাখছেন। তিনি দেশের মিডিয়ার পাশাপাশি বিবিসি, সিএনএনসহ ইন্টারন্যাশনাল মিডিয়ার খবরও দেখেন। আমরা যা বলি সেগুলোও তিনি দেখেন। উনি এসব ব্যাপারে খুবই কনসার্ন।’
ডা. জাহিদ বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘ ৮ বছর পর বিদেশে এসেছেন। তিনি স্বৈরাচারের নির্যাতন এবং নিষ্পেশনের কারণে জেলে একাকিত্বে সময় কাটানোর পর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য এসেছেন। কাজেই সুস্থতার জন্য কিছুদিন বিলম্ব হচ্ছে।’
যখনই চিকিৎসকরা বেগম জিয়াকে যাওয়ার জন্য অনুমতি দেবেন তখনই তাকে দেশে ফেরানোর প্রস্তুতি নেয়া হবে বলেও জানিয়েছেন ডা. জাহিদ।
আরও পড়ুন: