শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ডেভিল হান্ট অভিযানে চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি  

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২৫

আপডেট: ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:২৬

শেয়ার

ডেভিল হান্ট অভিযানে চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯
চুয়াডাঙ্গায় গ্রেফতার ৯

দেশজুড়ে চলা অপারেশন ডেভিল হান্টের অভিযানে চুয়াডাঙ্গায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। 

সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের সাঈদ আহম্মেদ উৎস (২৫)। উৎস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য।

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী গ্রামের শামসুজ্জামান (৪০), তিনি বাড়াদী ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নারায়ণপুর গ্রামের জামিরুল ইসলাম (৩৫), তিনি জামজামি ইউপি যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক। ভাংবাড়িয়া গ্রামের রেজাউল করিম (৩৭), তিনি ভাংবাড়িয়া ইউপি যুবলীগের সভাপতি।

দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের হাসান আলী (৪৪), তিনি দামুড়হুদা ইউপির ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জীবননগর উপজেলার নিধিকুন্ড গ্রামের রাশেদ মিয়া (৫০), তিনি আন্দুলবাড়ীয়া ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

দর্শনা থানার কৃষ্ণপুর গ্রামের সালাউদ্দিন (৩৩), তিনি নেহালপুর ইউপি যুবলীগের সহ-সম্পাদক। কুন্দিপুর গ্রামের জামাল উদ্দিন (৫৫), তিনি নেহালপুর ইউপি আওয়ামী লীগের সহ-সম্পাদক। ডিহি কৃষ্ণপুর গ্রামের মফিজুল ইসলাম (৪৬), তিনি নেহালপুর ইউপি আওয়ামী লীগের দফতর সম্পাদক।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার পাঁচটি থানায় দায়ের করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে আটককৃতদের। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

banner close
banner close