শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা: জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৪

শেয়ার

বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: ডা: জাহিদ
ফাইল ছবি

লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার যুক্তরাজ্যে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে বেগম জিয়া তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বাসায় থেকেই চিকিৎসা হচ্ছে তার। যেসব পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো মাঝেমধ্যেই করা হচ্ছে। বাসায় গিয়ে দেখে আসছেন চিকিৎসকরা।’

বিএনপি চেয়ারপার্সন কবে দেশে ফিরতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. জাহিদ বলেন, ‘এখানকার চিকিৎসকরা যেদিন যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা উনারা যখন মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওার মতো অবস্থায় আছেন তখন ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে ফিরে যাবেন।’   

 

banner close
banner close