শুক্রবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৫ শা’বান, ১৪৪৬

হত্যা মামলায় র‍্যাবের হাতে আটক ভূমিদস্যু আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২২:৩২

আপডেট: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ২২:৩৪

শেয়ার

হত্যা মামলায় র‍্যাবের হাতে আটক ভূমিদস্যু আখতারুজ্জামান

রাজধানীর ইসিবি চত্ত্বর এলাকার ভূমিদস্যু ও আওয়ামী লীগের দোসর খ্যাত আখতারুজ্জামান ওরফে অনলাইন আখতারকে আজ সন্ধায় আটক করেছে র‍্যাব-২।

জানা যায়, ভাষানটেক থানার একটি হত্যা মামলায় রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট এলাকা থেকে তাকে আটক করে ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 
ওই মামলা ছাড়াও ভূমিদস্যুতা,প্রতারণা,জুলাই আগস্টে ছাত্রজনতা হত্যাসহ তার নামে একাধিক মামলা আছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আখতারুজ্জামান গ্রেফতারের পর তাঁকে থানা থেকে ছাড়াতে তদবির করা হচ্ছে। যেকারণে ভুক্তভোগী সাধারণ জনতা তার বিরুদ্ধে থাকা সকল মামলায় তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 
এবিষয়ে ক্যান্টমেন্ট থানার পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।