শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৪১

শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন: রিজভী
জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন। বাংলা এডিশন

জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন স্থানীয় নির্বাচন দেওয়া হবে? -এমন প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত-নির্দেশনা নাকি চলে এসেছে। এটা যারাই বলছে বা যাকে দিয়ে বলাচ্ছে, এতে মধ্যপন্থি রাজনীতি বিপদে পড়তে যাচ্ছে কিনা, এমন একটা শঙ্কা টের পাচ্ছি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শবে বরাত উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে, এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই গত ১৭ বছর আন্দোলন–সংগ্রাম হয়েছে। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন?

একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে উল্লেখ করে তিনি বলেন, তারা বলছে— স্থানীয় নির্বাচন আগে হতে হবে, তার পরে সংসদ নির্বাচন হবে।

banner close
banner close