শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ফরহাদের স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১৫:৩৭

শেয়ার

ফরহাদের স্ত্রী মোনালিসা ৩ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

সন্ত্রাস বিরোধী আইনে বৈষম্যবিরোধী এক ছাত্রের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মেহেরপুরের আদালত।

সোমবার দুপুর ১২টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর আমলি আদালতের হাকিম শারমিন নাহার এ আদেশ দেন।

দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ তাকে আদালতে হাজির করা হলে মামলা দুটির একটিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৈষম্যবিরোধী এক ছাত্রের করা মামলায় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে রোববার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

banner close
banner close