শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:২১

শেয়ার

ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে: নুরুল হক নুর
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ছোট পরিসরে স্থানীয় সরকার নির্বাচনও আগে হতে পারে।’

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, ‘জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে ছোট পরিসরে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। কেননা জন্ম নিবন্ধনের মতো সেবা মানুষ পাচ্ছে না। একজন আমলা আর কতটুকুই করতে পারে। অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলাগুলোর নির্বাচন আগে হতে পারে।’

তিনি বলেন, ‘দুটো বিষয় কেন্দ্রিক আলোচনা করেছি। সংকটকালীন তারা দায়িত্ব নিয়েছেন। তাদের পারফরমেন্সের ওপরে জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে। এখন আগামী নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি কেমন, কী কাজ করছে-বিশেষ করে অনেক দিন ধরেই প্রবাসীরা ভোট দেয়ার অধিকার চাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন। তাই তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে কমিশন কী কাজ করছে, এটা আদৌ সম্ভব কিনা ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে সেই আলোচনা হয়েছে। কমিশন বলেছে তারা চেষ্টা করছে।’

 

banner close
banner close