শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:১৯

শেয়ার

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

জাতিকে অস্থিরতার মধ্যে না রেখে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকশাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো, এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা ১৫ বছরে এদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমাদের প্রশাসনকেও ধ্বংস করে দিয়ে গেছে। বিগত তিনটা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান স্লোগান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ। আরেকটা স্লোগান দিয়েছেন ফয়সালা হবে রাজপথে। এখন ফয়সালা কোথায় হয়েছে? রাজপথে হয়েছে। ছাত্র-জনতার পদভারে তারা পালিয়ে গেলো।’

বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা  দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী প্রমুখ।