শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২০ শাওয়াল, ১৪৪৬

ফ্যাসিবাদ যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫০

আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৪২

শেয়ার

ফ্যাসিবাদ যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য। তারা যতোই ফিরে আসার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত হতে পারবে না— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ভাষা শহীদরা শ্রদ্ধার পাত্র। যতদিন বাংলাদেশ থাকবে, জাতির হৃদয়ে বেঁচে থাকবেন ভাষা শহীদরা। তাদের ভুলে গেলে, শহীদদের অবমাননা করা হবে।

তিনি আরও বলেন, ৫২-তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকার ও বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন।

২৪-এর আন্দোলনকারীদের অবদানও জাতি স্মরণ রাখবে বলে জানান ডা. শফিকুর রহমান।

banner close
banner close