শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের বিরোধিতা করে কতিপয় সংগঠনের দেয়া বিবৃতি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৮

শেয়ার

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের বিরোধিতা করে কতিপয় সংগঠনের দেয়া বিবৃতি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ  
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত শিবিরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের বিবৃতি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ছাত্রদলের সন্ত্রাস ও চলমান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনের বিরোধিতা করে কতিপয় সংগঠনের দেয়া বিবৃতি ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। একটি  অন্তর্ভুক্তিমূলক রাজনীতি গণতান্ত্রিক রাষ্ট্রের সৌন্দর্য। দীর্ঘ ১৬ বছর যা ছিল সম্পূর্ণ অনুপস্থিত। নানা চেতনার বাটখারা দিয়ে বিরোধী দলকে খারিজ করে দেয়ার যে সংস্কৃতি তা আজও শেষ হয়ে যায়নি। কতিপয় সংগঠন সেই একই পদাঙ্ক অনুসরণ করছে।’

নেতৃবৃন্দ বলেন, ‘১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী ক্র্যাকডাউন শুরু করে। এর নেপথ্যে ছিল জেনারেল টিক্কা খান এবং পাকিস্তানি রাজনীতিবিদ ইসলামবিদ্বেষী জুলফিকার আলী ভুট্টো। হাসিনার ট্রাইব্যুনাল যখন শহিদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে তখন পাকিস্তানের আরেক রাজনীতিবিদ ইমরান খান পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব উত্থাপন করলে মূলধারার দলগুলোর মধ্যে একমাত্র ভুট্টোর দল নিন্দা প্রস্তাবের বিরোধিতা করে।’

নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পর আজও বাংলাদেশের মাটিতে টিক্কা-ভুট্টোর দালালরা সক্রিয়। ইসলামবিদ্বেষী টিক্কা-ভুট্টো চক্র তাদের পাপের বোঝা এ দেশের গণমানুষের ওপর চাপিয়ে দিয়ে টিক্কা-ভুট্টো চক্রের দায়মুক্তি নিশ্চিত করতে চাচ্ছে। ১৯৭৭ সালে জন্ম নেয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ৪৮ বছর ধরে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে ধারণ করেই তার কার্যক্রম পরিচালনা করছে।’

banner close
banner close