শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৮ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ নেতার চীন সফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫০

শেয়ার

বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ নেতার চীন সফর
ছবি: সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন।

সোমবার রাত ১০টা ৪০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হক, গণঅধিকার পরিষদ একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র নেতারাও প্রতিনিধি দলে রয়েছেন।

banner close
banner close