শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৮ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

নতুন ছাত্রসংগঠন আসার আগেই বিক্ষোভ পদবঞ্চিতদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫৯

শেয়ার

নতুন ছাত্রসংগঠন আসার আগেই বিক্ষোভ পদবঞ্চিতদের
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে বুধবার নতুন ছাত্রসংগঠন আসার ঘোষণা দিয়েছিলেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। কিন্তু ছাত্রসংগঠন ঘোষণা দেয়ার আগেই একদল ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করেছে।  

বুধবার বিকেল ৪টার দিকে এ ঘটনা দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রশিদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেয়ায় তারা বিক্ষোভ করছেন। এ ছাড়া তাদের দাবি উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেয়ায় তারা বিদ্রোহ করেছেন।

এ সময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, রিফাত রশিদের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।  

banner close
banner close