শুক্রবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
,

মধুর ক্যান্টিনের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৩৯

আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০৮:৪২

শেয়ার

মধুর ক্যান্টিনের ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ সমাবেশ আজ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেসরকারি বিশ্ববিদ্যালয়গুরোতে বিক্ষোভ সমাবেশ পালন করবে তারা।

গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতি এ তথ্য জানান সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার।

বিবৃতিতে বলা হয়, মধুর ক্যান্টিনের মারামারির ঘটনায় মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই সমন্বয়ক আহত হয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক এ হামলার প্রতিবাদে আগামীকাল দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি এবং মানববন্ধন পালন করার আহ্বান জানানো হলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মেনে নেওয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।