শুক্রবার

২৮ ফেব্রুয়ারি, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
,

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চুয়াডাঙ্গায় আগেভাগেই ছুটছে জামায়াতে ইসলামী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:১৩

শেয়ার

ত্রয়োদশ সংসদ নির্বাচন: চুয়াডাঙ্গায় আগেভাগেই ছুটছে জামায়াতে ইসলামী
ছবি: বাংলা এডিশন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চুয়াডাঙ্গার দুইটি আসনে নিজেদের ঘর গোছাতে নীরবে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ভোটের মাঠে চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের হয়ে মাঠে লড়বেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। আর চুয়াডাঙ্গা-২ আসনে লড়বেন সাবেক ছাত্রনেতা, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মো. রুহুল আমিন।

জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক অবস্থান শক্তিশালী করাসহ প্রতিনিয়ত পথসভা ও গণসংযোগ করছেন চুয়াডাঙ্গার এই দুই প্রার্থী। এতে স্থানীয় জামায়াত ও ছাত্র সংগঠন শিবির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।  

জামায়াতের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। নিয়মিত সভা সমাবেশ করছেন। ভিন্ন কৌশলে ভোটারদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন তারা।

এদিকে সংসদ সদস্য প্রার্থীরা নিজ নিজ আসনে নানা কৌশলে গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন বেশ জোরেশোরে। জেলার সকল উপজেলা ও ইউনিয়নে নিয়মিত কর্মিসভায় যোগ দিচ্ছেন তারা। একই সঙ্গে চলছে সংগঠন গোছানোর কাজ।

এ ছাড়া ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। সেদিন দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করার উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন তনি। যা স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে।  

চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির মো. রুহুল আমিন বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছি। জামায়াত একটি গণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল। সে হিসেবে জেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করা হচ্ছে। সাধারণ জনগণের কাছে যাচ্ছি এবং ভালো সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের ভাতের ও ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। আইনের শাসন প্রতিষ্ঠা করবো। দূর্নীতি মুক্ত সমাজ ও প্রশাসন গড়বো। নৈতিকতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা করবো। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করবো। সকল মানুষের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা দিতে চাই। বেকার সমস্যার স্থায়ী সমাধান করবো।’