শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৮ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদেরও বিচার দাবি জয়নুল আবদীনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ, ২০২৫ ১৩:৩৯

আপডেট: ১ মার্চ, ২০২৫ ১৬:১৫

শেয়ার

ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদেরও বিচার দাবি জয়নুল আবদীনের
বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও (ইউএনও) বিচার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শনিবার (১ মার্চ) দুপুরে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এই দাবি তোলেন।
 
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) অভিনন্দন জানিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আমাদের চাওয়া দলটির নেতারা যেন গণতন্ত্রের স্বপক্ষে থাকেন।’
 
দশম, একাদশ, দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন কর্মকর্তাদের বিচার চেয়ে বিএনপির এই নেতা বলেন, ‘শুধু জেলা প্রশাসক আর পুলিশ সুপার নয়, ২০১৪, ১৮ ও ২৪ সালের ভোট কারচুপির সঙ্গে জড়িত ইউএনওদেরও বিচারের আওতায় আনতে হবে।’
 

দেশবিরোধী যে চক্রান্ত শুরু হয়েছে তা রুখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনেরও দাবি জানিয়েছেন জয়নুল আবদীন ফারুক।
 
রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সঙ্গে আপস নয়। দেশ ও জাতিকে রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

banner close
banner close