শুক্রবার

১১ এপ্রিল, ২০২৫
২৭ চৈত্র, ১৪৩১
১৩ শাওয়াল, ১৪৪৬

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ, ২০২৫ ১১:২৯

শেয়ার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে আহত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

দলের বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।

banner close
banner close