
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টায় ক্যাম্পাসের দুইটি স্পটে এই আয়োজন করা হয়।
জানা যায়, রমজান মাসে ইফতার আয়োজনকে সুশৃঙ্খল করতে এই আয়োজনকে ২টি স্পটে ভাগ করা হয়। ছেলে শিক্ষার্থীদের জন্য সাদ্দাম হলের সংলগ্ন ক্রিকেট মাঠ এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সামনে। এই আয়োজনে প্রায় ১,৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান বলেন, রমাদানের সিয়াম সাধনা আমাদেরকে তাকওয়া, সংযম ও সহমর্মিতা শিখায়। সারাদিন সিয়াম সাধনার মধ্য দিয়ে পাপাচার মুক্ত জীবন পরিচালনা করে দিন শেষে সবাই একসাথে ইফতার করতে পারার আনন্দটাই অন্য রকম। আমরা মনে করি, এক সাথে ইফতার করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। ইমান ও তাকওয়া আরো বলিয়ান হয়ে দৃঢ় প্রত্যয়ে উজ্জীবিত হবে।
তিনি আরও বলেন, একসাথে ইফতার মুসলিম সংস্কৃতির অন্যতম একটি নিদর্শন। এই সংস্কৃতিকে ধারণ ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে হলে কর্তৃপক্ষের কাছে নিজস্ব ব্যবস্থাপনায় ইফতার আয়োজনের উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: