শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন: শিবির সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ১১:১৮

শেয়ার

ক্যাম্পাস সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন: শিবির সেক্রেটারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. নুরুল ইসলাম বলেছেন, ‘ইসলামী ছাত্রশিবির যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে আপনারা সাংবাদিকরা তার বিরুদ্ধে লিখবেন। আমাদের সঠিক পথ ধরিয়ে দিবেন। ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি চলবে না।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে কোনো মাদার পার্টির পারপাস সার্ভ করা হবে না। ক্যাম্পাসের রাজনীতি হবে এমন প্লাটফর্ম যেখানে মেধার চর্চা হবে। শিক্ষার্থীবান্ধব কর্মসূচি হাতে নিয়ে দেশ গঠনে নেতৃত্বের ভূমিকা রাখবে।’

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১১৯ নং কক্ষে শাখা ছাত্রশিবির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি রিয়াজুল ইসলামের সঞ্চালনায় ইফতার প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম আরিফ, সাহিত্য-প্রকাশনা ও আইন সম্পাদক সোহাগ আহমেদ, শিক্ষা ও এইচআরএম সম্পাদক শাওন সরদার ও অর্থ সম্পাদক মাঈন উদ্দিন।

শিবির সেক্রেটারি বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকরা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা কারো পারপাস সার্ভ করার জন্য কাজ করেনি। স্বাধীনভাবে দেশের পক্ষে কাজ করে গেছেন তারা। এই ক্যাম্পাস সাংবাদিকরা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। জুলাই-এ এক পর্যায়ে সবাই লেখালেখি বন্ধ করে দিলেও ক্যাম্পাস সাংবাদিকরা সাহস করে তাদের লেখা চালিয়ে গিয়েছিল।'

banner close
banner close