রবিবার
2:24:09

৬ এপ্রিল, ২০২৫
২৩ চৈত্র, ১৪৩১
৮ শাওয়াল, ১৪৪৬

ধর্ষকের প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে ইসলাম : মামুনুল হক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫ ২১:২৪

শেয়ার

ধর্ষকের প্রকাশ্য বিচারের নির্দেশ দিয়েছে ইসলাম : মামুনুল হক
ফাইল ছবি

মাগুরায় বোনের বাড়িতে গিয়ে আট বছর বয়সী শিশুর ধর্ষণের শিকারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, ‘ইসলাম এই ধরনের অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে। আমরা যদি ইসলামী নির্দেশনা মেনে বিচার করতে পারি তাহলে, আর কেউই এ ধরনৈর অপরাধে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে না।’

রবিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ‘দেশের সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণ ও মূল্যায়ন’ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘মাগুরার ওই শিশুর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে অপরাধীদের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে অশ্লীলতা, বেহায়াপনা ও ইসলামিক কালচারকে অবজ্ঞা করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শাহবাগের পরাজিত চেতনাধারীরা বিভিন্ন নামে-বেনামে ইসলামী মূল্যবোধে আঘাত দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র মাস। আমরা বিশেষভাবে এই মাসে সব ধরনের বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘তার পরও এক শ্রেণির ধর্মবিদ্বেষী ঈমানদার মুসলমানদের বিভিন্ন উপায়ে উসকানি দেয়। ধর্মপ্রাণ মুসলমানদের সচেতনতার সঙ্গে এসব উসকানির জবাব দিতে হবে।

আমরা লক্ষ করছি, সরকার এসব উসকানিদার বিরুদ্ধে যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারের পদক্ষেপ উল্টোমুখী। প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের পদক্ষেপে যেন ইসলামবিরোধীরা আস্কারা না পায়।’

একই অনুষ্ঠানে মামুনুল হক আরো বলেন, ‘সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রূপান্তরকামী এক ব্যক্তিকে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। এই ধরনের কাজ, নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার অপপ্রয়াস।

একই সঙ্গে নারীসমাজের প্রতি চরম অবমাননাকর। অবিলম্বে এই পুরস্কার বাতিল করতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক, সমাজবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

banner close
banner close