শনিবার

৫ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৭ শাওয়াল, ১৪৪৬

ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ২১:২৮

আপডেট: ১০ মার্চ, ২০২৫ ২১:৩২

শেয়ার

ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে: ডা. শফিকুর রহমান
রাজধানীর ইব্রাহীমপুরে এক ইফতার মাহফিলে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রমজান মাসে মহান আল্লাহ তায়ালা মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেছেন। যা বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ। তাই এই মাসের বরকতকে কাজে লাগিয়ে সবাইকে আত্মগঠন ও তাকওয়া অর্জনে ব্রতী হতে হবে।

সোমবার রাজধানীর ইব্রাহীমপুরে মনিপুর স্কুল মিলনায়তনে কাফরুল থানা দক্ষিণ জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে তিন এসব কথা বলেন। তিনি বলেন, মাহে রমজানের প্রকৃত শিক্ষা প্রত্যেকের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজানে তাকওয়া অর্জনে সবাইকে মনোনিবেশ করতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, রমজান গোনা মাফের মাস; তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে বাস্তবজীবনে কাজে লাগিয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ হবে।

banner close
banner close