শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫ ১৩:৩৬

শেয়ার

মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

পাশবিক নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা মাগুরার আট বছরের সেই শিশুটির পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। নিজের ভেরিফায়েড আইডিতেও এ তথ্য জানিয়েছেন জামায়াত আমির। প্রায় ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচে গত ১৩ মার্চ সেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় মানুষজন একদিকে যেমন শোকার্ত, অন্যদিকে বিক্ষুব্ধ হয়েছেন। দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জন্যও দাবি জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এর মধ্যেই শিশুটির পরিবারের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির।

পোস্টে তিনি লেখেন, ‘মাগুরার সেই শিশুর পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।’

এর আগে শনিবার সকালে ডা. শফিকুর রহমান মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় শিশুটির বাড়িতে গিয়েছেন।  

banner close
banner close