
নানা উছিলায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আর কোনো টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন।
মঙ্গলবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আর কোনো টালবাহানা নয়, দ্রুত নির্বাচনের ঘোষণা দিন। তাহলে আপনারাও সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। জনগণ ও দেশে ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে।
তিনি আরও বলেন, ‘যদি জনগণ নির্বাচনমুখী হয়, তাহলে কেউ ষড়যন্ত্র করে সফল হতে পারবে না।’ আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে বলেও মন্তব্য করেন তিনি।
মোশাররফ হোসেন বলেন, ‘সরকার ক্ষমতায় এসে জনগণকে আশ্বস্ত করল যে মানুষের অধিকার ফিরিয়ে দেবে। জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার। এই অধিকার পেলে জনগণ যে বিগত ১৬ বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত আছে, সেই ভোট তারা স্বাধীনভাবে করতে পারবে। কিন্তু আজকে বিভিন্ন পদ্ধতিতে, নানা উছিলায় নির্বাচন বিলম্ব করার চেষ্টা করা হচ্ছে।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন।
আরও পড়ুন: