বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫ ১৪:০৬

শেয়ার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে: আমির খসরু
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আগামী নির্বাচন ও অর্থনৈতিক ইস্যুতে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘দেশ-বিদেশে একটা বিষয় সবার মধ্যে কাজ করছে কবে নির্বাচন হবে। কবে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। বর্তমানে দেশে একটা সরকার আছে, কিন্তু গণতান্ত্রিক অর্ডার তো এখনো ফিরে আসেনি। জনগণ সমর্থিত সরকার ব্যতীত কোনো প্রশাসন তাকে সমর্থন দিতে চায় না, সেটা তো আমরা এখন লক্ষ্য করছি।’

বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমির খসরু বলেন, ‘সবাই মনে করে জনগণের সমর্থিত একটা সরকার ও সংসদ থাকবে যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেটা হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। সে জন্য আলোচনায় এই বিষয়টা গুরুত্ব দেয়া হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতি ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা আলোচনা হয়েছে, সেটা হলো আগামী নির্বাচন। সংস্কারের ব্যাপারে সবগুলো বিষয় নিয়ে যে ঐকমত্য কমিশন হয়েছিল সেগুলা নিয়ে আলোচনা হয়েছে।’

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রফতানির বড় জায়গা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে আগামী দিনে কী হবে, বিএনপির পরিকল্পনা কী, এসব নিয়ে আলোচনা হয়েছে।’

আগামী রোববার বিএনপির সংস্কারের প্রস্তাবের মতামত ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়া হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।  

 

banner close
banner close