
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন, দুদকের আবেদনের প্রেক্ষিতে বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের ৭টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৯৪ লাখ ৮ হাজার ৫৯২ টাকা রয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সংস্থাটির পক্ষে সহকারী পরিচালক পিয়াস পাল এসব হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।
আদালত শুনানি শেষে এসব ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন।
আরও পড়ুন: