
ফেনীর দাগনভূঞায় ইফতার মাহফিলে ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর মকবুলের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে বিগত কয়েকমাস ধরে নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এসব দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার ইফতার মাহফিলের ব্যানারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম থাকাকে কেন্দ্র করে সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক বলেন, ‘পূর্বঘোষিত বিএনপির ইফতার মাহফিলে আমাকেসহ দাগনভূঞা পৌরসভা ও থানা বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ইফতার অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপির আহ্বায়কের নাম দেখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই ব্যানারটি সরিয়ে অন্য একটি ব্যানার লাগাতে চান। এমন সময় উপজেলা বিএনপির আহ্বায়কের ১০-১৫ জন অনুসারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। ইফতার মাহফিলের মতো আয়োজনে এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।’
এ ব্যাপারে দাগনভূঞা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
’অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন রোকন উদ্দিন।
আরও পড়ুন: