বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

তারেক রহমান সকল মামলা থেকে খালাস পাওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল বিএনপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫ ১১:৩০

শেয়ার

তারেক রহমান সকল মামলা থেকে খালাস পাওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল বিএনপির
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে খালাস পাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার রাতে তারেক রহমানকে স্বাগত জানিয়ে এ মিছিল করা হয়।

বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিম্ন আদালতে তার বিরুদ্ধে থাকা সর্বশেষ মামলা ‘হত্যা মামলায় দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেন’ অভিযোগ থেকে তারেক রহমানসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারিক আদালত। এর ফলে বিচারিক আদালতে তার নামে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা মো. ইব্রাহিম বলেন, ‘এখন কোনো মামলা না থাকার কারণে আমাদের নেতা তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। তাই আনন্দে আমরা নিঝুমদ্বীপ জুড়ে আনন্দ মিছিল করেছি। আমরা সবাই খুবই আনন্দিত।’

 

banner close
banner close