
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঈদ শুভেচ্ছা উপহার পেয়েছে কক্সবাজারের এতিম শিশুরা। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব-এর কক্সবাজার জেলার সদস্য সচিব ডা. জাহিদ হাসান এর সভাপতিত্বে ও ছাত্রদল কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল বলেন, ‘নিরাপদ রাষ্ট্র গঠন করবে বিএনপি। যেখানে উপদেষ্টা কিংবা প্রধানমন্ত্রীর অতিরিক্ত ফোর্স লাগবে না। কক্সবাজারকে নিরাপদ শহর হিসেবে গড়ে তুলা হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদল নেতা বাসেদুর রহমান সোহেল। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি সারা বাংলাদেশে চলমান, তারই ধারাবাহিকতায় শনিবার ড্যাব কক্সবাজারের উদ্যোগে কক্সবাজারে এতিম শিশুরা এই শুভেচ্ছা উপহার পাচ্ছে।’
এই বিতরণ আগামীতেও চলবে বলে জানান বাসেদুর রহমান সোহেল।
আরও পড়ুন: