বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-পলকসহ ৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫ ১৩:৫১

শেয়ার

নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-পলকসহ ৪ জন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামক ও সাবেক আইসিটি প্রতিমিন্ত্রি জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার সকালে তাদের আদালতে আনা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখাতে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেফতার দেখান।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর ও জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারকে কাফরুল থানার তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায়, আতিকুল ইসলাম ও কামরুল ইসলামকে বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

banner close
banner close