বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

সংস্কারের নামে লুকোচুরি খেলছে অন্তবর্তী সরকার: রিজভী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১৮:০৫

শেয়ার

সংস্কারের নামে লুকোচুরি খেলছে অন্তবর্তী সরকার: রিজভী
ছবি: সংগৃহীত

সংস্কারের নামে জনগণের সাথে টালবাহানা করা হচ্ছে, সংস্কারের নামে লুকোচুরি খেলছে অন্তবর্তী সরকার। গণ-অভ্যুত্থানের আমরা যে বিপ্লব অর্জন করেছি, গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করেছি সেটা নৎসাত করার ষড়যন্ত্র হচ্ছে। 

শনিবার বেলা সারে বারটার দিকে সিরাজগঞ্জ উপজেলার তামাই এলাকায় ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ হলো পালানোর দল, স্বৈরশাসক শেখ হাসিনা তিনবার দেশের মানুষের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে। দেশের বাহিরে থেকেও দেশকে ধ্বংসের যড়যন্ত্র লিপ্ত রয়েছে।’

দ্রুত নির্বাচনের দাবি নিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতা মিলে স্বৈরাচারীকে বিদায় করেছে যেনো মানুষ তার কথা বলার অধিকার ফেরত পায়, ভোটের অধিকার ফেরত পায়। কিন্তু আমরা লক্ষ করছি স্বৈরাচারী সরকারের মতোই ভোট থেকে জনগণকে দূরে রাখা হচ্ছে। সংস্কার হচ্ছে একটা চলমান পক্রিয়া যেটা নির্বাচিত সরকার সংসদে বসে সংস্কার করতে পারবে।'

সিরাজগঞ্জ-এর বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে প্রায় ৫ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল ,যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুর হোসেন, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম কমিশনার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহসান, ছাত্রদলের সদস্য সচিব রিজন সরকার প্রমুখ।

banner close
banner close