বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ আমরা করবোই: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৫ ১৫:৫১

শেয়ার

বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ আমরা করবোই: রেজাউল করিম
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘সোমবার আমরা ঈদ উদযাপন করেছি, কিন্তু দেশের অসংখ্য পরিবারে ঈদের আনন্দ ছিল না। বিশেষ করে যারা জুলাই বিপ্লবে শহিদ হয়েছেন। ওই মায়েদের, ওই পরিবারে কিন্তু ঈদের আনন্দ নেই।’

মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, ‘যে যুবকরা গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছে, তাদের ঈদের আনন্দ ছিল না। তাদের পরিবারে ঈদের আনন্দ নেই। শহিদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ আমরা করবোই। আমরা সবাইকে আহ্বান জানাই, আগের আচার-আচরণ পরিবর্তন করুন। বাংলাদেশ এখন পরিবর্তন হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কিছু কিছু এলাকা গত ১৫ বছর ফিলিস্তিনি-গাজার মতোই ছিল। কোনো কোনো ভূখণ্ডকে আওয়ামী লীগ সে রকমই বানিয়েছিল। শাপলা চত্বর যখন আমাদের আলেম ওলামাদের রক্তে লাল করা হয়েছিল, তখন ফিলিস্তিনির মতোই পরিণত হয়েছিল।’

ভবানীগঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রবের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকার বাড্ডা থানার আমির মাওলানা কুতুব উদ্দিন, লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সালেহ ইব্রাহীম, সেক্রেটারি হাফেজ আবদুল হক প্রমুখ।

banner close
banner close