
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুরবানির ঈদের আগেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়ায় জুলাই আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের বাড়ি গিয়ে বিএনপির পক্ষে ঈদ উপহার ও অর্থ সহায়তা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। পাশাপাশি তারেক রহমানও মিথ্যা মামলাগুলো থেকে মুক্ত হয়েছেন। সব কিছু ঠিক থাকলে কুরবানির ঈদের আগেই তারা দেশে ফিরবেন।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহিদ হওয়া পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের শহিদ পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছি।’
আরও পড়ুন: