সোমবার

৭ এপ্রিল, ২০২৫
২৩ চৈত্র, ১৪৩১
৯ শাওয়াল, ১৪৪৬

শহিদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারের পাশে ছাত্রদল

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫ ০৮:৫০

শেয়ার

শহিদ আশিকুর রহমান হৃদয়ের পরিবারের পাশে ছাত্রদল
ছবি: বাংলা এডিশন

বিগত জুলাই অভ্যূত্থানে যাত্রাবাড়ী এরিয়ায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন যন্ত্রণা ভোগের পর মৃত্যুবরণ করেন আশিকুর রহমান হৃদয়। শনিবার তার পরিবারের পাশে দাড়ালেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার পশ্চিম যৌথা গ্রামের কৃতিসন্তান আশিকুর রহমান হৃদয় শহিদদের তালিকায় যুক্ত হলেন। ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীতে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘদিন মৃত্যুযন্ত্রণা ভোগের পর অবশেষে ২০২৫ সালের ৪ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বাউফল উপজেলার পশ্চিম যৌথা গ্রামের আনসার হাওলাদারের ছেলে।

শহিদ হৃদয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং তার পরিবারের পাশে দাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল তার গ্রামের বাড়িতে উপস্থিত হন। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ বাউফল উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

প্রতিনিধি দল শহিদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। তারা শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং যে কোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

banner close
banner close