বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

কুমিল্লায় সরকারি চাল আত্মসাৎ-এর অভিযগে বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ১৩:০০

শেয়ার

কুমিল্লায় সরকারি চাল আত্মসাৎ-এর অভিযগে বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে সরকারি চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন রবু নামের এক বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে সাবেক এই বিএনপি নেতার ঘর থেকে ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও কাউছার হামিদ।

রবিউল হোসেন রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি গোবিন্দপুর পশ্চিমপাড়ার মৃত সফি উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারের খাদ্যবান্ধব ডিলার ছিলেন বিএনপি নেতা রবিউল হোসেন রবু। বুধবার বিকেলে পাশের বাড়ির এক চাচির ঘরে ধান বলে ৩৫০ কেজি সরকারি চাল জমা রাখেন। চালগুলো বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে জমা রাখেন তিনি।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

এ সময় চালগুলো উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত বিএনপি নেতা রবুকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

 

banner close
banner close