শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৭ শাওয়াল, ১৪৪৬

শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়: সিরাজগঞ্জে টুকুর হুঁশিয়ারি

সিরাজগঞ্জ,বিএনপি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ২২:১৩

শেয়ার

শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়: সিরাজগঞ্জে টুকুর হুঁশিয়ারি
ছবি : বাংলা এডিশন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ৫ আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
 
বৃহস্পতিবার  দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
টুকু বলেন, “শেখ হাসিনা গত ১৬ বছর আমাদের জ্বালিয়েছে। এই জ্বালানোর বিচার মহান আল্লাহ করেছেন এবং আরও করবেন। এখন আমাদের দায়িত্ব হলো এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি স্তরে প্রতিরোধ গড়ে তোলা।”
 
তিনি আরও বলেন, “সরকারি অফিসগুলোতে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে বা করতে আগ্রহী, তাদের কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না। এই সরকার দেশটাকে লুটেপুটে খেয়েছে। দেশের মানুষের সম্পদ আত্মসাৎ করে নিজেদের পকেট ভরিয়েছে। এখন সময় এসেছে তাদের জবাব দেওয়ার।”
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।
 
বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “দেশের গণতন্ত্র হরণ করে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই শাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।”

আরও পড়ুন:

banner close
banner close