শুক্রবার

২৫ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৭ শাওয়াল, ১৪৪৬

কিশোরগঞ্জে চার আওয়ামী নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫ ২২:১৯

শেয়ার

কিশোরগঞ্জে চার আওয়ামী নেতা গ্রেফতার, জেলহাজতে প্রেরণ
ছবি : বাংলা এডিশন

যুবলীগ নেতা মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুর এবং বড়ভিটা বিএনপি অফিস ভাংচুরের মামলায় চার আওয়ামী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, এ সকল আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে তাদের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয়। যুবলীগ নেতা ও রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে আটকের সময় পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলার আসামি মেলাবর নাপিত পাড়া গ্রামের মৃত কমলা চন্দ্র শীলের পুত্র কনক চন্দ্র শীল (৬০), মেলাবর বালাপাড়া গ্রামের মৃত দৌলতের পুত্র হাফিজুল ইসলাম (৩৪), কেশবা যুগিপাড়া গ্রামের খোকা নাথের পুত্র ভবেশ চন্দ্র (৩৫) এবং বিএনপি অফিস ভাংচুরের মামলার আসামি মুশা পাকার মাথার হায়দার ইসলামের পুত্র মামুন ইসলামকে (২৪) গ্রেফতার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আত্মগোপনে থাকা আসামি আওয়ামী লীগের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলা কারাগারে পাঠানো প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন:

banner close
banner close