শনিবার

২৬ এপ্রিল, ২০২৫
১৩ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ০৮:৪৬

শেয়ার

ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠকে বসছে জামায়াতে ইসলামী
ছবি: সংগৃহীত

সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে মত বিনিময় করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে মত বিনিময় শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতে ইসলামী।

গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেয়া হয়।

banner close
banner close