
আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে বিএনপির যে নেতাকর্মীদের জেল, গুম ও খুন হওয়াসহ মামলা দিয়ে ‘হয়রানি’ করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ কে দেবে, সেই প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আমীর খসরু বলেন, গণতন্ত্রের আন্দোলন যারা শুরু করেছে, তাদের কী হবে, ১৬ বছর ধরে যারা ত্যাগ শিকার করেছে তাদের ক্ষতিপূরণের কী হবে? তাদের জন্য তো কিছু দেখতে পাচ্ছি না। গত ১৫-১৬ বছর ধরে বিচারের নামে প্রহসন চলেছে।
বিচার বিভাগ প্রসঙ্গে খসরু বলেন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের দাবি প্রথম তুলেছে বিএনপি। কেউ না করলেও বিএনপি ক্ষমতায় এলে স্বাধীন সচিবালয় বাস্তবায়ন করবে।
নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে যড়যন্ত্রের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি।
আরও পড়ুন: