সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
৩০ শাওয়াল, ১৪৪৬

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে : পার্থ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১৯:০৬

আপডেট: ২৭ এপ্রিল, ২০২৫ ১৯:০৬

শেয়ার

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে : পার্থ
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ছবি : সংগৃহীত

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা উচিত।

রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে না উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, সংস্কারের জন্য নির্বাচনের কালক্ষেপণ করবেন না। ডিসেম্বরের আগেই নির্বাচন আয়োজন সম্ভব।

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিজেপি চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।’

banner close
banner close