সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
১ জিলক্বদ, ১৪৪৬

তারুণ্যের সমাবেশ দিয়ে মাঠে নামছে বিএনপির তিন সংগঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ১০:৫০

শেয়ার

তারুণ্যের সমাবেশ দিয়ে মাঠে নামছে বিএনপির তিন সংগঠন
মাঠে নামছে বিএনপির তিন সংগঠন।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ফের তারুণ্যের সমাবেশ দিয়ে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকাসহ দেশের চারটি বিভাগীয় শহরে এ সমাবেশ হতে পারে। দুটি বিভাগ মিলে একত্রে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এ কর্মসূচি শুরু হতে পারে, যা পবিত্র ঈদুল আজহার আগেই শেষ হবে। চট্টগ্রাম থেকে এই তারুণ্যের সমাবেশ শুরু হয়ে রাজধানী ঢাকার মধ্য দিয়ে তা শেষ হতে পারে।

একটি সুত্র বলছে,সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে দেশব্যাপী তারুণ্যের সমাবেশের এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, এসব সমাবেশ থেকে তরুণ ভোটারদের দ্রুত ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে অবিলম্বে আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে। সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে এ দাবিতে সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করা হবে।

বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করে আসছে। দলটির দাবি, দেশে আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিনটি নির্বাচনে তরুণ ভোটাররা ভোট দিতে পারেনি। এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

এর আগে নতুন ভোটার আর তরুণদের কাছে টানতে ২০২৩ সালে দেশের ছয়টি বড় শহরে যৌথভাবে তারুণ্যের সমাবেশ করেছিল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ওই বছরের ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় তারুণ্যের সমাবেশের পর ২২ জুলাই ঢাকায় সমাবেশ করে সংগঠন তিনটি। সর্বশেষ ঢাকার ওই সমাবেশটি তারা করেছিল সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে। এরপর শেখ হাসিনার পদত্যাগের একদফার আন্দোলনের অংশ হিসেবে ২৯ জুলাই রাজধানী ঢাকার চার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। কিন্তু দল ও অঙ্গসংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মাঠে না নামায় অবস্থানের ওই কর্মসূচি তখন সফল হয়নি।

 

banner close
banner close