বুধবার

৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
,

আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড আপিল বিভাগে বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১২:৪৮

আপডেট: ৩০ এপ্রিল, ২০২৫ ১২:৪৯

শেয়ার

আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড আপিল বিভাগে বাতিল
ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছর কারাদণ্ডের সাজা বাতিল করে তাকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তার স্ত্রী সাবেরা আমানের ৩ বছরের সাজা বাতিল করে খালাস দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে আমান ও তার স্ত্রীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আপিল বিভাগের রায়ে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী নির্দোষ প্রমাণিত হয়েছেন। তারা ন্যায় বিচার পেয়েছেন। এই রায়ে ফলে আমান উল্লাহ আমানের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা থাকলো না।’  

দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার বিরুদ্ধে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আপিল করেছিলেন আমানউল্লাহ আমান ।

২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন আমান উল্লাহ আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।

এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে আপিলটি পুনঃশুনানির নির্দেশ দেন।

banner close
banner close