বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ১৯:৫৯

শেয়ার

সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামের এক সাংবাদিক নিহতের ঘটনায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমানের আদালতে মামলাটি করেন নিহতের পিতা হাফেজ মো. আবুল বাশার। ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। একই সাথে আগামি ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে যাত্রাবাড়ী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অন্য আসামি হলেন, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

নিহত সাংবাদিকের পিতা আবুল বাশার বলেন, তার ছেলে আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় ‘অভিযান নিউজ’ নামের একটি পত্রিকার সাংবাদিক ছিলেন। আন্দোলনের সময় ১ অগস্ট তিনি ঢাকায় আসেন এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে নিহত হন।

মামলায় অভিযোগ, ৫ আগস্ট দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ছাত্রজনতার আন্দোলনে আব্দুন নূর যোগ দেয়। এসময় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হন আব্দুন নূর। আশপাশের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

banner close
banner close