শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

যে সময়ে নামায পড়া নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ১০:৪৬

শেয়ার

যে সময়ে নামায পড়া নিষিদ্ধ
প্রতীকী ছবি।

পাঁচ ওয়াক্ত নামায ইসলামে গুরুত্বপূর্ণ ও আবশ্যকীয় ইবাদতের মধ্যে অন্যতম। রাসুলুল্লাহ (সা.) বার বার নামাযের জন্য তাগিদ দিয়েছেন।

তবে, এমন কিছু সময় আছে- যেসব সময় ফরজ, ওয়াজিব ও নফল কোনো ধরনের নামায আদায় করা জায়েজ নেই। এমনকি কাজা নামাযও পড়া যাবে না। সেগুলো হলো- 

১. সূর্যোদয়ের সময়, অতএব সূর্য পুরোপুরি উদয় হওয়ার আগ পর্যন্ত নামায পড়া যাবে না। (বুখারি ১৫২৩)

২. সূর্য মধ্যাকাশে অবস্থানের সময়। সূর্য ঢলে পড়লে পুনরায় নামায পড়ার বৈধ সময় শুরু হয়। (মুসলিম ১৩৭৩)। 

৩. সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে, তখন থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে কারও যদি আসর নামায পড়তে দেরি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আদায় করতে পারবে। (বুখারি ৫৪৫)