শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

পরিবারের নিরাপত্তার জন্য যে দোয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৪ ১১:০৮

শেয়ার

পরিবারের নিরাপত্তার জন্য যে দোয়া
প্রতীকী ছবি।

পরিবারের নিরাপত্তার জন্য নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন।

হজরত ইবরাহিম (আ.) যখন স্ত্রী-পুত্রকে জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন তখন দোয়া করেছিলেন। মহান আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। যার কারণে জনমানবহীন পবিত্র মক্কায় সুন্দর আবাস গড়ে ওঠে এবং জমজম পানির ব্যবস্থা হয়।

হজরত ইবরাহিম (আ.)-এর সে দোয়ার মাধ্যমে আমরা আমাদের পরিবার-পরিজন, এলাকার কল্যাণে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি।

পবিত্র মক্কা নগরী ও এর মুমিন অধিবাসীদের জন্য হজরত ইবরাহিম (আ.)-এর দোয়া, উচ্চারণ: রাব্বিঝআল হাজা বালাদান আমিনাও ওয়ারযুক্ব আহলাহু মিনাছছামারা-তি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি।

অর্থ: হে প্রতিপালক! এ শহরকে নিরাপদ করুন, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা দান করুন।’ (সুরা বাকারা, আয়াত: ১২৬)

আরেকটি দোয়া- উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনী ওয়া আহলী। 

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করি আমার দীন ও আমার পরিবার-পরিজনের নিরাপত্তা। (আদাবুল মুফরাদ: ৭০৩)