বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শাহপরান মাজারে নিষিদ্ধ হলো গান-বাজনা

প্রতিনিধি,সিলেট

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:২৯

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৫৫

শেয়ার

শাহপরান মাজারে নিষিদ্ধ হলো গান-বাজনা
সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ফটক। ছবি: বাংলা এডিশন

সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন।

তিনি বলেছেন, তৌহিদি জনতার আন্দোলনের প্রেক্ষিতে মাজার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতি বৃহস্পতিবারে যে গান হতো তার পাশাপাশি ওরসের গান বাজনাও বন্ধ থাকবে। কাউকে বাধ্যযন্ত্র নিয়ে মাজার প্রাঙ্গণে না আসার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার বাদ জুম্মা এসব অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্র জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।